পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ট্রাকের সাথে সংঘর্ষে নাসির হোসেন (২০) নামে এক মোটাসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ অক্টোবর) সন্ধায় গুরুত্বর আহত অবস্থায় রংপুর মেডিকেলে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নাসির দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের চর সোনাপোতা এলাকার আব্দুল হাকির ছেলে। পেশায় সে মোটরসাইকেল মেকানিক।
এর আগে বিকেলে দেবীগঞ্জ উপজেলা সদরের নর্থ স্টার রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়কে এ দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাসির দেবীগঞ্জ বাজারের বিজয় চত্বরে এক মোটরসাইকেল সার্ভিসিং দোকানে মেকানিক হিসেবে কর্মরত ছিলেন। একজন গ্রাহক মোটরসাইকেল সার্ভিসিং করার জন্য নাসিরের কাছে মোটরসাইকেল দেয়। সার্ভিস শেষে নাসির মোটরসাইকেলটি ট্রাইল দিতে নিয়ে যায়। একসময় ট্রাইল শেষে দোকানে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালু বোঝাই ট্রাকের সাথে তার সংঘর্ষ বাধে। এতে সে গুরুত্বর আহত হলে দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুরে নেয়া হয়। এদিকে রংপুর মেডিকেলে পোচ্ছা মাত্রই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।