আল-আমিন কিবরিয়া,দেবীদ্বার (কুমিল্লা)
কুমিল্লার দেবীদ্বারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। উপজেলার মাশিকাড়া পশ্চিম বাজারে বুধবার মধ্য রাতে এ ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্থরা জানান, রাত সাড়ে ১২ দিকে প্রথমে আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে। স্থানীয় ও দোকানীদের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন প্রায় নিয়ন্ত্রনে আসে। পরে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ দোকানী মহিউদ্দিন স্বপন জানায়, আগুনের সূত্রপাত সঠিক বলা যাচ্ছে না। তবে একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। মুরাদনগর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সৈয়দ সাজ্জাদুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে-সাথে রওয়ানা দিয়েছি। মুরাদনগর থেকে ঘটনাস্থল দূরে হওয়ার কারনে ঘটনাস্থলে আসতে সময় লেগেছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ ১০/১২ লক্ষ টাকা হতে পারে।
এসকেডি/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com