দেবীদ্বারে অটিজম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
দেবীদ্বার প্রতিনিধি।।
‘অটিজম কোনো অক্ষমতা নয়, একটি ভিন্ন রকম সক্ষমতা’ এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবীদ্বারে ডাঃ ফেরদৌস খন্দকার কারিগরি স্কুলের আয়োজনে অটিজম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় দেবিদ্বার এবিএম গোলাম মোস্তফা পৌর মিলনায়তনে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। শেখ রাসেল ফাউন্ডেশন দেবীদ্বার উপজেলা শাখার সভাপতি রাশেদা আক্তারের সভাপতিত্বে, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি লুৎফর রহমান বাবুল’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ শাহরিয়ার ফারুক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেখ রাসেল ফাউন্ডেশনের সভাপতি ডাঃ ফেরদৌস খন্দকার, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেবীদ্বার এস এ সরকারি কলেজের ইংরেজি প্রভাষক মিতা চৌধুরী।
শান্ত/অননিউজ