চিত্রাঙ্কনে প্রথম হয়েছে দেবীদ্বারের হিমাদ্রি রায় স্বর্ন(৭)। সে পৌর সদর এলাকার দেবীদ্বার প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। পৌসভার সবকটি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। তাদের মধ্যে সে প্রথন স্থান লাভ করেছে।
হিমাদ্রি রায়, এ.পি.পি জেলা ও দায়রাজজ কোর্ট কুমিল্লার বিশিষ্ট আইনজীবি এডভোকেট সুদীপ চন্দ্র রায়ের বড় মেয়ে।
গতকাল মঙ্গলবার দিনব্যাপী দেবীদ্বার প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া সাংস্কৃতিক ও বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ হয়েছে।
সুদীপ চন্দ্র রায় জানায়, আমরা বড় মামনি পৌরসভার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। শুভাকাঙী সকলের নিকট আমার মামনিটার জন্য রইলো শুভকামনা প্রত্যাশা।