দেবীদ্বার, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার দেবীদ্বারে বিএনপি'র সহযোগী সংগঠন ছাত্রদলের উপজেলা-পৌরসভা এবং দুইটি কলেজর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার সকালে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহবায়ক আসিফ কবির ও সদস্য সচিব মাহমুদুল হাসান তামিমের স্বাক্ষরিত এক চিঠিতে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদের এক সদস্য।
কমিটিতে, শুভ হাজারী আহবায়ক, বিল্লাল ভূইয়া সিনিয়র যুগ্ম আহবায়ক, নাজমুল সরকার’কে সদস্য সচিব করে ৪১ সদস্যের দেবীদ্বার উপজেলা আহবায়ক কমিটি গঠন হয়। মো. শরিফুল ইসলাম আহবায়ক, মোঃ জসিমকে সদস্য সচিব করে ৩১ সদস্যের পৌরসভা আহবায়ক কমিটি গঠন হয়। এ ছাড়াও দেবীদ্বার এস এ সরকারি কলেজ এবং মোহনপুর পাবিলক কলেজও ২১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহবায়ক আসিফ কবির ও সদস্য সচিব মাহমাদুল হাসান তামিম জানান, নবাগত এ কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিঃশর্ত মুক্তির লক্ষ্যে এবং নির্দলীয় নিরেপক্ষ সরকারের অধীনে নির্বাচনের ডাকা সব গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম বেগবান করে ছাত্রদলের প্রতিটি ইউনিটকে সুসংগঠিত করবে।
এফআর/অননিউজ