দেবীদ্বার, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার দেবীদ্বারে জাতীয় পার্টি দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর ভবনের দক্ষিণ পাশে এ সভা হয়।
কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা জাতীয় পার্টি সভাপতি এডভোকেট ইউসুফ আজগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২'র সাবেক সাংসদ ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব মোঃ আমির হোসেন ভূঁইয়া।
এ সময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান লুৎফুর রেজা খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ ইফতেকার আহসান হাসান, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন খান, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান (মিরু), কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক আলমগীর হোসাইন ও কুৃমিল্লা উত্তর জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব রাকিব হাসান প্রমুখ।
এ সময় দেবীদ্বার উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন থেকে অনেক উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ