দেবীদ্বার, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার দেবীদ্বারে পিস্তল ও ১০০ পিস ইয়াবাসহ এক যুবক'কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধায় উপজেলার বড়শালঘর গ্রাম থেকে দেবীদ্বার থানার উপপরিদর্শক নিশান চন্দ্র বলের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত ওই যুবক বড়শালঘর গ্রামের মেন্দীআলী বাড়ির মৃত হারুনুর রশিদের ছেলে আনোয়ার হোসেন(৩০)।
দেবীদ্বার থানার পুলিশ পরিদর্শক কমল কৃষ্ণধর জানায়, গ্রেফতারকৃত ওই যুবককে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
এফআর/অননিউজ