দেবীদ্বার (কুমিল্লা)প্রতিনিধি•
পুরস্কার ঘোষণা দিয়ে শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে কুমিল্লা দেবীদ্বারের কুরুইনের যুব সমাজ। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করলে পাবে বিভিন্ন পুরস্কার ও কক্সবাজার ভ্রমনের সুযোগসহ গরীব ছাত্ররা পাবে এক বছরের পড়া-লিখার সম্পূর্ণ খরচ।
প্রতিশ্রুতির আলোকে টানা দুই সপ্তাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে টুপি পেয়েছে প্রায় দুই শত শিশু-কিশোর। এভাবে ৪০ দিন আদায় করেলে পাবে এক সেট পাঞ্জাবী, একটি কোরআন, টুপিসহ কক্সবাজার ভ্রমনের সুযোগ। এক বছর আদায় করলে পাবে বাইসাইকেল সহ নানান পুরুস্কার।
এমন উদ্যোগে ব্যাপক সাড়া ফেলেছে ওই গ্রামে। ১২টি মসজিদে নিয়মিত নামাজ আদায় করে প্রায় ১৯২ শিশু-কিশোর।
উদ্যোক্তা ও গ্রামের চার-পাঁচ জনের সাথে কথা হয়েছে এ বিষয়ে। তারা জানায়, মোহনপুর ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তোফায়েল খানের তত্ত্বাবধানে, তার বন্ধু এবং প্রবাসী ও ব্যবসায়ীদের সহযোগিতায় এমন উদ্যোগ গ্রহণ করেছে ওই গ্রামের যুব সমাজ।
গত ১০ই মার্চ থেকে কুরুইন গ্রামের ৭ থেকে ৩০ বছরের শিশু-কিশোর ও যুবদের নামাজের দিকে আকৃষ্ট করতে এমন উদ্যোগ গ্রহন করেছে তারা। আর এই কাজে সহযোগিতা করছেন ওই গ্রামের ১২ মসজিদের ইমামরা।