কুমিল্লার দেবীদ্বারে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সদর এলাকায় নানান আয়োজনে দিনটি পালন করেছে দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগ।
এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী রোশন আলি মাস্টার। উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ.কে.এম সফিউদ্দিনের সভাপতিত্বে ও সহ সভাপতি লুৎফুর রহমান বাবুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রেখেছেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ ভিপি আব্দুল মতিন মুন্সী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ.টি.এম মেহেদি হাসান, জেলা আওয়ামী লীগের ক্রিয়া বিষয়ক সম্পাদক এ.কে.এম সফিকুল আলম ভিপি কামাল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোসলেম মাষ্টার, সহ সভাপতি আব্দুল কুদ্দুস সহ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান।
এ সময় দেবীদ্বার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইতেখারুল আলম তুসার ও দপ্ততর সম্পাদক, আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুলাহ আল মামুন, জেলা আওয়ামীগের সদস্য কালিপদ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য বিল্লাল হোসেন ডালিমসহ উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।