বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে দোয়া ও আলোচনা সভা হয়েছে। শুক্রবার বিকেলে কুমিল্লা-৪ আসনের সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জরুল আহসান মুন্সির বাসভবনস্থ শহিদ জিয়া অডিটোরিয়ামে এ সভা হয়।
দেবীদ্বার উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি সুদন ডিলারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল আউয়াল সাইফুলের সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনায় যুক্ত হন সভার প্রধান অতিথি বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও দেবীদ্বারের চারবারের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জরুল আহসান মুন্সি।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবীদ্বার উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সরকার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক জসীমউদ্দীন সাধন, সদস্য মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শাজাহান কবির, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী ও দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাহদদ্দিন সাজু, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রহমান এবং যুগ্ম আহবায়ক রুহুল আমিন।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহবায়ক নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক প্রার্থী বিলাল হোসেন, যুগ্ম আহবায়ক রাসেল আহমেদ।
বক্তারা বলেন, দেশের মানুষ ভাল নেই। দেশের মানুষকে ভাল রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দূর্বার আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় আনতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তারা।
সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও মিষ্টি বিতরণ করে দিবসটি উদযাপন করা হয়।