কুমিল্লা দেবীদ্বারের পৌর ৬নং ওয়ার্ডে শতাধিক রোগীকে বিনা মূল্যে চক্ষু রোগের চিকিৎসা দেওয়া হয়েছে।
বুধবার সকাল থেকে দিনব্যাপী ওয়ার্ডের 'বালিবাড়ী মাজার' প্রাঙ্গনে এ ক্যাম্পিং এর ব্যবস্থা করেন কাউন্সিলর প্রার্থী মো. গিয়াস উদ্দীন ফকির।
দেখা গেছে, কুমিল্লা ডিজিটাল চক্ষু হাসপাতালের দুই বিজ্ঞ চক্ষু চিকিৎসকের সহযোগিতায় আয়োজিত ওই ক্যাম্পে বিনা মূল্যে সেবাপ্রদান ও কিছু সংখ্যক সেবা গ্রহণকারীদের ওষুধ দেওয়া হয়। চক্ষু রোগের সেবা নিতে আসা দুয়েক জন বয়জেষ্ঠ নারী জানায়, বিগত দুয়েক বছর আগে থেকেই গিয়াস ফকির দিনব্যাপী এই ক্যাম্পিং এর ব্যবস্থা করেছেন। সববারি আমি এখান থেকে সেবা নিয়েছি। আমার মত অনেকে এখন থেকে চক্ষু রোগের চিকিৎসা নিয়েছে।
ওই সময় আল-আরাফা ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ওমর ফারক মুন্সী, হাজী নুরুল ইসলাম ফকির, মো. আব্দুল সালাম ফকির, মামুনুর রশিদ মুন্সীসহ অনেকে উপস্থিত ছিলেন।
শান্ত/অননিউজ