ভয়াবহ অগ্নিকান্ডে নিস্বঃহয়ে পথে বসলেন আব্দুল কৃষক কাদের’র পরিবার। আকষ্মিক অগ্নিকান্ডে পরিবারের ১০ সদস্য নিয়ে প্রাণ রক্ষায় ঘর থেকে বেরুতে পারলেও আর কিছুই রক্ষা করতে পারেননি।
ঘটনাটি ঘটে সোমবার রাত ১টায় কুমিল্লার দেবীদ্বারে উপজেলার শিবনগর গ্রামের মধ্যপাড়ার কুদ্দুস ডাক্তারের বাড়িতে। ওই বাড়ির কৃষক আব্দুল কাদের মিয়ার থাকার ঘর, গোয়াল ঘর ও রান্নাঘরসহ ৩টি ঘর পুড়ে ছাই হয়ে হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্নালঙ্কার, গরু, ফ্রিজ, খাট, আসবাব সামগ্রীসহ প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান পরিবারের কর্তা আব্দুল কাদের মিয়া।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ শব্দ শুনে বেড়িয়ে দেখেন আগুনের লেলিহান শিখা। আশপাশে পানি সংকটে দূর থেকে পানি এনে আগুন নেভাতে পারেনি এলাকাবাসী। সংবাদ পেয়ে রাত ২টায় মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। তবে অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। বাড়ির মালিক কৃষক আব্দুল কাদের জানান, হঠাৎ কিছু একটা শব্দ শুনে ঘুম থেকে জেগে দেখি আগুন পুরো বাড়ি ঘিরে ফেলেছে। ঘর থেকে কোনরকমে স্ত্রী,পুত্র, কণ্যা, পুত্র বধূ ও নাতী-নাতনীদের বের করে প্রাণ রক্ষা পেলেও আর কিছুই রক্ষা করতে পারিনি। ইট কেনার জন্য গতকাল ব্যাংক থেকে ২ লক্ষ ৮০ হাজার টাকা উত্তোলন করে এনেছিলাম, প্রায় সাড়ে ৪ ভরি স্বর্নালঙ্কার, দেড় লক্ষ টাকা মূল্যের একটি গরু,
৭টি খাট, ২টি ফ্রিজ, ২টি সুকেস, কাপড় ও অন্যান্য আসবসামগ্রী ও ৩ টি ঘড় পুড়ে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।
সংবাদ পেয়ে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা এবং ৪নং সুবিল ইউপি চেয়ারম্যান সারওয়ার হোসেন মুকুল ভূইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। মুরাদনগর ফায়ার সার্ভিসের ইনচার্জ নূরুল হুদা জানান, রাত ২টা খবর পেয়ে ঘটনাস্থালে যাই এবং রাত ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনি। আশপাশের প্রায় ৫০ মিটার এলাকায় পানি সংকট থাকায় আগুন নিয়ন্ত্রনে আনার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা হতে
পারে।