কুমিল্লার দেবীদ্বারে চুরির অপবাদে দিয়ে মামুন মিয়া নামে এক কাঠমিস্ত্রীকে মধ্যরাতে ঘর থেকে তুলে নিয়ে আম গাছের সাথে বেঁধে পরিবারের লোকদের সামনে রাতভর অমানবিক নির্যাতনের ঘটনায় অবশেষে থানায় মামলা হয়েছে।
শনিবার দিবাগত রাতে দেবীদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের পূর্ব-নবীপুর গ্রামের আহত মামুন মিয়ার স্ত্রী মোসাঃ রাবেয়া আক্তার বাদী হয়ে নির্যাতনকারী একই গ্রামের বশির মেম্বারসহ ১০জনকে অভিযুক্ত করে ওই মামলা দায়ের করেছেন।
মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান অভিযুক্ত মোঃ বশির মেম্বার(৫৫)কে আটক করে রোববার দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে চালান করেছে।
উল্লেখ্য মোবাইল চুরির অপবাদে গত ৮ ফেব্রæয়ারীরাত ২-৩০টায় বশির মেম্বারের নেতৃত্বেতার লোকজন কাঠমিস্ত্রী মামুনকেতুলেএনে বশির মেম্বারের বাড়ির গাছের সাথে বেঁধে রেখে রাতভর শারীরিক নির্যাতন চালায় এবং চুরির স্বীকারোক্তি আদায়ে প্লাস দিয়ে নখ উপড়ে ফেলে।
৯ ফেব্রুয়ারী বিকেলে স্থানীয় ইউছুফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকারিয়া ম্যানেজার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতে সালিসে মোবাইলটি মামুন চুরি করেছে এমন কোন প্রমান না পাওয়ায়,আহত মামুন মিয়ার চিকিৎসাবাবত বশির মেম্বারকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। চেয়ারম্যানের সহযোগীতায় মামুন মিয়াকে রাতে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।
এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ রোববার দুপুরে জানান, এ অমানবিক ঘটনাটি বিভিন্ন প্রচার মাধ্যমে প্রকাশ হওয়ায় নির্যাতিত পরিবারকে অভয় দিয়ে ডেকে এনে মামলা দায়ের ও মামলার প্রধান অভিযুক্ত বশির মেম্বারকে আটক করে কোর্ট হাজতে চালান করেছি।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com