'সন্ধ্যায় পুকুরে মাছের টুপুর টাপুরে মনকাড়া আওয়াজ, ভোরে নিঃশব্দে বুকফাটা আর্তনাদ'
কুমিল্লার দেবীদ্বারে এক মৎস্যচাষীর পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৪ লক্ষ টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের ধলাহাস গ্রামের সোমবার ভোরে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, ওই গ্রামের আবুল কালাম ভূঞঁয়ার নিজ বাড়ির ৬০ শতক একটি পুকুরে দূর্বৃত্তরা সোমবার (১০ এপ্রিল) ভোরে পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির সকল মাছ মারা যায়, যার আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।
মৎস্যচাষী আবুল কালাম ভূঞঁয়া জানান, আমি আমার বাড়ির পুকুরে নিয়মিত মাছ চাষ করে আসছি। কারো সাথে আমার কোনো বিরোধ নেই। সন্ধ্যায় ইফতারের পর পুকুর পাড়ে যেয়ে মাছের টুপুর টাপুর আওয়াজে মন ভরে উঠল কিন্তু সকালে পুকুর পাড়ে যেয়ে পুকুরে মৃত: মাছের দৃশ্যে আমার বুক ফাটা কান্না এলো। অজ্ঞাত শত্রুদের বিষে আমার ৪ লক্ষ টাকার ক্ষতিসাধন হল।
এ বিষয়ে দেবীদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর বলেন, ওই মৎস্যচাষী থানায় অভিযোগ দিয়েছেন, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।