দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দেবীদ্বারে শেখ রাসেল ফাউন্ডেশনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে র্যালী, আলোচনা ও গণ শপথ হয়েছে।
বুধবার সকাল শেখ রাসেল ফাউন্ডেশনের ব্যানারে কয়েক হাজার নেতা-কর্মী শোক র্যালি করে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সংক্ষিপ্ত আলোচনা শেষে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে অবিচল থেকে দেশ গড়ার গণশপথ বাক্য পাঠ করান শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ‘র সভাপতি ডা. ফেরদৌস খন্দকার।
প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন মুন্সীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ‘র সভাপতি ডা. ফেরদৌস খন্দকার, সাধারন সম্পাদক আল আমিন বাবুসহ অনেকে।