কুমিল্লা দেবীদ্বার ফতেহাবাদ ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. জাকির হোসেন'কে আহবায়ক ও গাজী মো. রাসেল রানা'কে সদস্য সচিব করা হয়েছে।
সোমবার বিকেলে ওই ইউনিয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় ২১ সদস্যের এই আহবায়ক কমিটি ঘোষনা করেন সভার প্রধান অতিথি কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী।
উপজেলা শ্রমিক দলের আহবায়ক মাসুম বিল্লাহ'র সভপতিত্বে ও সদস্য সচিব হাসেম মিয়াজীর সঞ্চলনায় ওই সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মো. গিয়াস উদ্দিন ও সদস্য সচিব কাজী মাসুদ হাসান।
ওই সময়, পৌর বিএনপির সভাপতি ভিপি মাহফুজ ও সদস্য সচিব আলিম পাঠান, উপজেলা কৃষকদল আহবায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব সফীউল্লাহ মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল সদস্য সচিব তামিম ও যুগ্ম আহবায়ক শরিফ উদ্দিন সোহেলসহ উপস্থিত ছিলেন বিএনপির ও এর সহযোগী সংগঠনের নেতারা।