শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ’র উদ্যোগে কুমিল্লার দেবীদ্বারে ৩৫০শত মানুষের মাঝে স্বাস্থ্য সেবা কার্ড বিতরণ করা হয়েছে। উপজেলার বাকসারে ফেরদৌস খন্দকার কারিগরি স্কুল অডিটরিয়ামে সোমবার সকালে, এসব কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাক্তিগত চিকিৎসক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা.এবিএম আব্দুল্লাহ।
শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ’র সভাপতি ডা. ফেরদৌস খন্দকারের সভাপতিত্বে ও উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গুনাইঘর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল, শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ’র সাধরণ সম্পাদক আল আমিন বাবু, মহিলা শ্রমিক লীগের সভাপতি শাহিনুর লিপি, বীরমুক্তিযোদ্ধা আলমগীর কবির।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা ন্যাপ সভাপতি বাবু অনিল চক্রবর্তী, শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ’র সভাপতি ডা. ফেরদৌস খন্দকারের সহধর্মিনী ডিনা খন্দকার প্রমুখ।