কুমিল্লার দেবীদ্বারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে গুরতর আহত হয়েছে আরো ২জন। নিহত মোঃ সকাল মিয়া (২০) পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ী গ্রামের ছাফর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে সকাল মিয়া রুবেলকে নিয়ে বাড়ি থেকে মোটর সাইকেলে দেবীদ্বারে যাওয়ার পথে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা কলেজ গেইট এলাকায় এক মহিলা পথচারী হঠাৎ এসে সামনে পড়ে। তাকে বাচাঁতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে মোটর সাইকেল উল্টে গেলে সকালের মাথায় মারাত্মক আঘাত লেগে মাথা ফেটে মগজ বেরিয়ে আসে এবং ঘটনাস্থলেই চালক সকাল মিয়ার মৃত্যু হয়। এ সময় সহযাত্রী মোঃ রুবেল (৩০) ও পথচারী সুফিয়া বেগমও (৩২) গুরতর আহত হয়। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মৃদুল কান্তি জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহত সকাল মিয়ার মরদেহ উদ্ধার পূর্বক তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।