কুমিল্লার দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের প্রথম কার্যনিবাহী কমিটির প্রথম সভা হয়েছে। শনিবার সকালে পৌর এলাকার রোশন ভিলায় এ সভা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিউদ্দিনের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার।
এ সময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ পাখি, মোছলে উদ্দিন মাস্টার, যুগ্ম সম্পাদক এজাজ মাহমুদ, ভিপি মোঃ ওমর ফারক, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল আলম তুষার, মোস্তাফিজুর রহমান সরকার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ ফারুক আহমেদ, দপ্তর সম্পাদক হাজী আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী মোছলেহ উদ্দিন মানিক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ইঞ্জিনিয়ার জাকির হোসেনসহ অন্যানরা উপস্থিত ছিলো।
শান্ত/অননিউজ