দেবীদ্বার, কুমিল্লা প্রতিনিধি।।
২১ বছর পর আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে কুমিল্লার দেবীদ্বার পৌরসভার নির্বাচন। দীর্ঘ অপেক্ষার পর বুধবার দুপুরে তফসিল ঘোষনার পর থেকেই, নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আলাপ-আলোচনায় মেতে উঠেছেন ভোটারা ও পদপ্রত্যাশীরা।
জানা গেছে, পৌরসভা বাতিলের দাবি ও সীমানা নির্ধারণ নিয়ে মামলা জটিলতায় আটকে থাকায় নির্বাচন হয়নি এ পৌরসভায়। ২০০২ সালের আগস্ট মাসে উপজেলার সদর ইউনিয়ন, গুনাইঘর উত্তর-দক্ষিন ও সুবিল ইউনিয়নে কয়েকটি গ্রাম নিয়ে এই পৌরসভা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এ পৌরসভায় ৪৪ হাজার ১৯৩ জন ভোটার রয়েছে।
দেখা গেছে, নির্বাচন করার জন্য তফসিল ঘোষনার আগে থেকে পদপ্রত্যাশী ও তাদের সমর্থকরা মিছিল-সমাবেশ ও মটোরসাইকেলসহ গাড়িবহর নিয়ে শো-ডাউন আরাম্ভ করে দিয়েছে। অনেকে ব্যানার-ফেস্টুন, পোষ্টারও টাঙিছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্টারের ছবি দিয়ে চালাচ্ছেন প্রচার-প্রচারনা। এদিকে অনেক পদপ্রত্যাশী বাড়ি-বাড়ি গিযে ভোটারদের মন পেতে নানা প্রতিশ্রæতিও দিচ্ছেন।
এফআর/অননিউজ