কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে মাটিবাহী ট্রাক্টরের চাপায় গর্ভবতী নারী সহ একই পরিবারের ৫ যাত্রী আহত হয়েছে। সোমবার বিকেলে দেবীদ্বার উপজেলা সদরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, দেবীদ্বারমুখী একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে কুমিল্লাগামী একটি মাটিবাহি ট্রাক্টর ধাক্কা দিলে এসময় অটোরিকশাতে থাকা দেবীদ্বার এলাহাবাদ গ্রামের পান্ডব সরকার বাড়ির একই পরিবারের জহিরুল ইসলামের ৯ মাসের গর্ভবতী স্ত্রী তানহা আক্তার (২২), তার ছেলে ইয়াছিন(৩), আব্দুল হাকিমের মেয়ে সুমী আক্তার(২১), কেনন মিয়ার ছেলে ছাব্বীর(১৪), ও জয়নাল আবেদীনের ছেলে ফয়সাল (১২) মারাত্মক আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া শেষে আহতদের মধ্যে গুরতর আহত অবস্থায় সাব্বির(১২)'কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, মাটিবাহি ট্রাক্টরটিকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আহতরা চিকিৎসাধীন।