ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাটির ঘরের দেয়াল ধসে মিশু ও রাফিন নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিশু (১০) উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মান্নাফ মিয়ার মেয়ে ও নিহত রাফিন (১২) তার বড় ছেলে। এ ঘটনায় মান্নাফ মিয়া (৪২), তার আরেক মেয়ে ইসু (১০) ও স্ত্রী রোকসানা বেগম (৩৫) আহত হয়েছেন।
জানা যায়, গতকাল রাতে খাওয়ার পর দুই মেয়ে ও এক ছেলেসহ স্ত্রী নিয়ে মান্নাফ মিয়া ঘরে ঘুমিয়ে পড়েন। রাতভর বৃষ্টি হওয়ায় মাটির দেয়াল ভিজে দুর্বল হয়েছিল। হঠাৎ পাশের আরেকটি মাটির ঘরের দেয়াল ধসে তাদের বসতঘরের ওপর পড়ে। এতে তারা ৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মিশু ও রাফিনের মৃত্যু হয়। গুরুত্ব আহত অবস্থায় ইসুকে ঢাকায় পাঠানো হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোররাতে মাটির ঘরের দেয়াল ধসে একই পরিবারের ৫ জন আহত হয়েছিল। এরমধ্যে ২ শিশু মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এফআর/অননিউজ