নগরীর সংরাইশ সালেহা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ডায়াবেটিস সমিতির সভাপতি নারী নেত্রী মিসেস মেহেরুন্নেছা বাহার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ইকবাল হাসান, কুমিল্লা মহিলা সমিতির সাধারন সম্পাদক নাহিদ সাবরিনা, সদস্য ইমরোজ চৌধুরী বেবী।
বিদ্যালয়ের শিক্ষিক মোঃ আজিম খান রাজু ও নাদিরা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন খোকন, সংরক্ষিত আসনের কউন্সিলর নেহার বেগম সাধারন, ওয়ার্ড আওয়ামীলীগের সম্পাদক হাজী মোঃ আমির হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ডাক্তার আবুল খায়ের বাবুল, মোঃ বিল্লাল হোসেনসহ অন্যন্যরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি মিসেস মেহেরুন্নেছা বাহার বলেন, শুধুমাত্র বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহনের জন্য নয়, শিক্ষার্থীরা নিয়মিত খেলাধূলা করবে। খেলাধূলা করলে শরীর স্বাস্থ্য ও মন ভাল থাকে। বেশি বেশি খেলাধূলার আয়োজন করতে হবে ফলে তরুন সমাজ ভাল থাকবে এবং ভাল খেলোয়াড় বের হয়ে আসবে। তারা দেশের প্রতিনিধিত্ব করে বিশে^ খেলবে। খেলাধূলার পাশাপাশি পড়া শুনায় ভাল করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়েদের এগিয়ে নিতে অনেক বেশি কাজ করছে। মেয়েরা এগিয়ে যাচ্ছে। বিভিন্ন স্থানে মেয়েরা এখন ভাল স্থান দখল করছে। আগামীতে ছেলে মেয়ে সমালতালে এগিয়ে যেতে হবে, একসাথে কাজ করতে হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com