সোনারগাঁ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১২ জুন) দুপুরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দেশের কল্যাণ ও শান্তি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সুষ্ঠুভাবে যাতে হজ্বব্রত পালন করতে পরেন এ জন্য ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম এ দোয়ার আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ জামান মোল্লা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আবজাল হোসেন, জাহাঙ্গির হোসেন, নুরু মিয়া, আব্দুল মান্নান, মহিলা সদস্য রুনা আক্তার, জাকিয়া সুলতানা শিখা, উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সদস্য তাইজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ প্রমূখ।
এফআর/অননিউজ