প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ১:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৫, ৩:০৭ অপরাহ্ণ
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয়, দেশের ভৌগলিক অখন্ডতা আজ হুমকির মুখে – কুমিল্লায় মির্জা আব্বাস

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয়, দেশের ভৌগলিক অখন্ডতা আজ হুমকিতে।
করিডোর দেয়ার সিদ্ধান্ত দিবেন নির্বাচিত সরকার, আপনারা সিদ্ধান্ত দেওয়ার কেউ না। সাজেক ও সেন্টমার্টিন করিডোর নিয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট করুন। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমীতে বিএনপির সাংগঠনিক বিভাগ কুমিল্লা বিভাগীয় বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, বিএনপি এখন চাঁদাবাজি দখলবাজির মধ্যে নেই। এ সরকারের সাঙ্গপাঙ্গরা চাঁদাবাজির সঙ্গে জড়িত। বিএনপির এখনও সুদিন আসেনি। আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ, এখন বিএনপির অনেক শত্রু রয়েছে। এখনও আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরেননি, ফিরতে পারেননি।
এসময় কুমিল্লা বিভাগীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূঁইয়ার সভাপতিকে এ সময় বিশেষ অতিথিদের বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিনসহ কুমিল্লা মহানগর , কুমিল্লা দক্ষিণ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: [email protected]
www.onnews24.com