বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি বলেছেন দেশে এখন রাজনৈতিক সংকট নাই। এ সরকার সংস্কার সহ যাবতীয় সব কাজ এক যোগে করছেন। সংস্কার শেষে যৌক্তিক সময়ে এ সরকার নির্বাচন দিতে হবে। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলে সব বিতর্কের অবসান হয়ে যাবে। শনিবার দুপুরে পৌর শহরের জিরোপয়েন্টে রাজমহল রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ভারতীয় বন্যার পানির চাপে মুছাপুর রেগুলেটর নদীতে বিলিন হয়ে গেছে। রাস্তাঘাটের অপূরণীয় ক্ষতি হয়েছে। যার ফলে সোনাগাজী উপজেলার চারদিকে নদী ভাঙন চরম আকার ধারণ করেছে। তাই দ্রুত সময়ের মধ্যে মুছাপুর রেগুলেটর পূণ:নির্মাণ করতে হবে। সোনাগাাজী সরকারি ডিগ্রি কলেজে এইচএসসিতে পাশের হার সর্বনিন্ম পর্যায়ে পৌঁছে গেছে। উন্নতমানের অবকাঠামো থাকা স্বত্ত্বেও পড়ালেখার মান নিন্মমুখী। সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিকাদার কাজ রেখে পালিয়ে গেছেন। অথচ সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতি দিন চিকিৎসা নিতে আসা রোগীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। রোগীরা নিয়মিত চিকিৎসা সেবাও পাচ্ছেননা। এসব সমস্য নিরসন করতে হলে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সবচেয়ে বেশি ব্যথিত হয়েছি ফেনী জেলার সব উপজেলায় গ্যাস সংযোগ থাকলেও সোনাগাজী উপজেলায় গ্যাস সংযোগ নাই। এসময় তিনি বেগম খালেদা জিয়া ও তার পুত্র আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্মআহবায়ক মো. এয়াকুব নবী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন ও পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল প্রমূখ উপস্থিত ছিলেন। এর আগে তিনি সদ্য প্রয়াত উপজেলা বিএনপির সভাপতি মো. গিয়াস উদ্দিন ও জেলা বিএনপির যুগ্মআহবায়ক আলা উদ্দিন গঠনের কবর জিয়ারত করেন।
একে/অননিউজ24