কুমিল্লা প্রতিনিধি।।
চারদিনের ভারত সফর শেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে দেশে ফিরেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। গত ৭ আগষ্ট তিনি কলকাতায় "বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্বকমিটির সভায় যোগ দিতে বিবিরবাজার স্থল বন্দর হয়ে ভারতে গিয়েছিলেন। তাঁর সফর সঙ্গী ছিলেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বাবু শীবু প্রসাদ রায়।
প্রিয় নেতাকে রিসিভ করতে গতকাল বিবির বাজার স্থল বন্দরে ছিলেন ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, কুমিল্লা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, সংসদ সদস্যের পিএস ইকবাল হোসেন সহ আরো অনেকে ।
এসকেডি/অননিউজ