বরুড়া প্রতিনিধি।।
দৈনিক বরুড়া কন্ঠের সম্পাদক ও প্রকাশক ইউসুফ আলী আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
গত ২১ জুলাই(শুক্রবার) ভোর ৫.৩০ মিনিটে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘ দিন কিডনি, ডায়াবেটিস, প্রেসার সহ বিভিন্ন রোগে ভোগছিলেন। তার মৃত্যুতে বরুড়ায় সাংবাদিক মহল সহ বিভিন্ন স্তরে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের প্রথম জানাজা হয়েছে বাদ জুমা ঝলম নুরানী হাফিজিয়া মাদ্রাসা মাঠে, দ্বিতীয় জানাজা বাদ আসর বিলপুকুরিয়া মরহুমের নিজ বাড়িতে জানাজা নামাজ শেষ করে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে চার কন্যা সন্তান, স্ত্রী, আত্মীয় স্বজন সহ গুণগ্রাহী রেখে যান।
এফআর/অননিউজ