ঢাকা টেস্টের প্রথম দিনের শুরুতেই উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এরপর দলকে এগিয়ে নিয়ে যান মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। দুজনে মিলে গড়েন ২১২ রানের জুটি। এরপরও দলীয় ২৯০ রানের মধ্যেই টপ অর্ডারের ৫ উইকেট হারিয়ে ফেলেছিল টাইগাররা। সেখান থেকে দলকে টেনে নিয়ে এসেছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ। এই দুই ব্যাটারের ৭২ রানের অবিচ্ছিন্ন জুটিতে আর কোনো উইকেট না হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতেই বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৮৩.৩ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩৭৫ রানে ব্যাট করছে স্বাগতিকরা। তাসকিন আহমেদ ২ ও নতুন ব্যাটার শরিফুল ইসলাম শূন্যরানে অপরাজিত রয়েছেন।
এফআর/অননিউজ