দ্বিতীয় বিশ্বযুদ্ধে ৮৬৪ সৈন্য নিয়ে ডুবে যাওয়া জাহাজের সন্ধান

অনলাইন ডেস্ক।।

দীর্ঘ কয়েক যুগ পর অবশেষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৮৬৪ জন অস্ট্রেলীয় সৈন্য নিয়ে সমুদ্রে ডুবে যাওয়া জাপানের একটি জাহাজের সন্ধান মিলেছে। শনিবার (২২ এপ্রিল) অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস ৮৪ বছর আগে ডুবে যাওয়া সেই জাহাজের সন্ধান পাওয়ার কথা জানান।

জানা গেছে, সম্প্রতি বিজ্ঞানীরা দক্ষিণ চীন সাগরের লুজন দ্বীপের উত্তর-পশ্চিমে সমুদ্রের ১৩ হাজার ৩২৩ ফুট নিচে জাহাজটির সন্ধান পায় বিজ্ঞানীরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধবন্দিদের পাপুয়া নিউগিনি থেকে চীনের হাইনান প্রদেশে নিয়ে যাওয়ার সময় আমেরিকান যুদ্ধজাহাজ থেকে ছোড়া টর্পেডোর হামলায় ৮৬৪ জনকে নিয়ে ডুবে যায় জাহাজটি। এরপর থেকে আর জাহাজটির কোনো হদিস পাওয়া যাচ্ছিলো না। এই জাহাজডুবিকে অস্ট্রেলিয়ার ইতিহাসে ‘ভয়ংকরতম দুর্ঘটনা’ বলে মনে করা হয়।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, গভীর সমুদ্রে এস এস মন্টেভিডিও মারু নামের ওই জাহাজের খোঁজ মিলেছে। ১৯৪২ সালে ফিলিপাইনের কাছে সমুদ্রে জাহাজটি ডুবে গিয়েছিল।

সূত্র: দ্য ইনডিপেনডেন্ট

শান্ত/অননিউজ

আরো দেখুনঃ