আবারও বাবা হচ্ছেন পিএসজি ও ব্রাজিলিয়ান ফুটবল সুপার স্টার নেইমার জুনিয়র। পিএসজির হয়ে খেলতে গিয়ে গত ফেব্রুয়ারিতে ইনজুরিতে পরেন নেইমার। দোহায় অস্ত্রোপচারের পর পুনর্বাসনে রয়েছেন ব্রাজিল তারকা। এরই মধ্যে সুখবর দিয়েছেন তিনি। দ্বিতীয়বারে মতো বাবা হচ্ছেন নেইমার।
সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের সঙ্গে নিজের বেবি বাম্পে’র ছবি দিয়ে খবরটি নিশ্চিত করেছেন প্রেমিকা ব্রুনো বিয়ানকার্দির। এরআগে ২০১১ সালে ১৯ বছর বয়সে প্রথমবার বাবা হয়েছিলেন নেইমার। সাবেক বান্ধবী ক্যারোলিনা দান্তাসের গর্ভে জন্ম নিয়েছেন প্রথম সন্তান লুকা।
ফরহাদ/অননিউজ