কুমিল্লা-৬ সদর আসনের মাননীয় সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধ আ ক ম বাহাউদ্দিন বাহার মহোদয়ের পক্ষ থেকে নিজস্ব অর্থায়নে দ্বিতীয় মুরাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কমলমতি শিশুদের মাঝে প্রধান অতিথি হিসেবে মাক্স ও টিফিন বিতরণ করেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩.১৪.১৫নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিল নূরজহান আলম পুতুল, কুমিল্লা আদর্শ সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার সদর ক্লাস্টার মোঃ মামুন মুন্সি, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদুর হক সোহাগ, প্রধান শিক্ষক ইকবাল হোসেন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
সাইফুল ইসলাম সুমন,অননিউজ24।।