চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ পালন করে কুমিল্লার মুরাদনগর উপজেলা ও বাঙ্গরা বাজার থানা বিএনপি। শনিবার দুপুরে বাঙ্গরায় অনুষ্ঠিত ওই সমাবেশে
প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এম এ জাহের মুন্সীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আমিরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার রাশেদুল হাসান মামুন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল হক মিনহাজ, মহিলা দল নেত্রী এডভোকেট তাসলিমা আক্তার, যুবদল নেতা এসএম জাহাঙ্গীর আলম, কেন্দ্রিয় কৃষক দলের সদস্য আবুল হোসেন।
কুমিল্লা উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমের উপস্থাপনায় সমাবেশে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এনামুল আলম, ইকবাল হোসেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক নাছির, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন রাজু, যুবদল নেতা মোশারফ হোসেন পারভেজ ও কুমিল্লা উত্তর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সহ-সভাপতি আব্দুর রহমান কাজল প্রমুখ।
বক্তারা বলেন, সিন্ডিকেটগুলো কৃত্রিম ভাবে চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিচ্ছে। ফলে জনগণ জিনিসপত্র ক্রয় করতে তাদের মাশুল দিতে হচ্ছে। দ্রব্যমূল্যের দাম এমন পর্যায়ে চলে গেছে যে, প্রতিটি ক্ষেত্রে ২০-২৮ শতাংশ দাম বেড়ে গেছে। বক্তারা অবিলম্বে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের নিকট জোর দাবি জানান।