কুমিল্লা সদরের কালির বাজার ধনুয়াখলা পাবলিক ডিগ্রী কলেজ আনুষ্ঠানিকে ভাবে মরহুম প্রভাষক বাচ্চু মিয়া বকাউল স্বরণে শোকসভা দোয়া মাহফিল ও প্রভাষক মফিজুল ইসলামের বিদায়ী সংবর্ধনা প্রদাণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে কলেজের হল রুমে অনুষ্ঠিত আলোচনা, শোকসভা দোয়া ও সংবর্ধনা প্রদাণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিক ডেভেলপমেন্ট গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আলী আকবর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ শামীম হায়দার। প্রধান আলোচক হিসেবে আলোচনা অংশ নেন ১নং কালির বাজার ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সেকান্দর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলী আশরাফ আশু।
আলোচনা সভা দোয়া মাহফিল ও সংবর্ধনা প্রদাণ অনুষ্ঠিত অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়েশা আক্তার/অননিউজ24