সরকারের পাশাপাশি সবাইকে নিজ নিজ এলাকার ধর্মীয় উপসনালয়ের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহব্বান জানিয়েছে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার বুরিপাড়া জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জানা যায়, কয়েকটি গ্রামের একমাত্র মসজিদ বুরিপাড়া জামে মসজিদ। আর এই মসজিদের উন্নয়নে সরকারি ২৫ লক্ষ টাকা বরাদ্দ থাকলেও স্থানিয়দের সহযোগীতার আরো ২৫ লক্ষ টাকা জমায়াত করে মোট ৫০ লক্ষ টাকা ব্যায়ে মসজিদটি নতুন করে নির্মান করা হয়। তবে মসজিদ কমেটির সভাপতি আমিনুল প্রধান ও সাধারন সম্পাদক জাহিদুল হক প্রধান জানান মসজিদ টির নির্মানাধিন কাজ শেষ করতে আরো প্রায় ২০ লক্ষ টাকা প্রয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলের বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবকরা।