ইসরায়েলি হামলায় এবার পুড়ছে রাফা শহর। বিমান হামলায় ধসে গেছে বহু ভবন। হতাহত হয়েছে অনেক বেসামরিক মানুষ। এরইমাঝে, ইসরায়েলের তেল আবিবসহ বড় শহরগুলোতে চলছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ। তাদের দাবি, জিম্মিদের মুক্ত করতে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু।
ফিলিস্তিনের রাফা এলাকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। এতে পুরো এলাকা ভূমিকম্পের মতো কাঁপছে। হামলায় বহু মানুষ হতাহত হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেক আবাসিক ভবন। পুড়ে গেছে সড়কে থাকা গাড়িগুলো।
রাফার নানা এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলের সেনারা। রাতভর চলে তল্লাসী অভিযান। আটক করা হয় অনেক ফিলিস্তিনিকে। এছাড়া দক্ষিণ রাফার আল-দাখিলিয়া স্ট্রিটের আশপাশে একটি ভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে সেখানে হতাহতের পরিসংখ্যান এখনও পাওয়া যায়নি।
এদিকে, ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তুমুল বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা নেতানিয়াহু সরকারের পদত্যাগ দাবি করছেন। বিক্ষোভ থেকে আটক হন বেশ কয়েকজন।
তেল আবিবের সড়ক থেকে বিক্ষোভকারীদের সরাতে পুলিশ জলকামান ব্যবহার করেছে। হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের অবিলম্বে ছাড়িয়ে আনতে একটি চুক্তি সই করার দাবি বিক্ষোভকারীদের।
তারা বলছেন, জিম্মিদের মুক্ত করতে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু। এজন্য নেতানিয়াহু সরকারকে পদত্যাগ করতে হবে বলে দাবি করছেন তারা।
এফআর/অননিউজ