স্টাফ রিপোর্টার।।
বোধের গভীর থেকে আনি উচ্চারিত শব্দের ফুল” এ শ্লোগান নিয়ে প্রতিষ্ঠিত ধ্বনিচিত্র বিনির্মান পাঠশালার অর্ধযুগ পূর্তি উৎসব পালিত হয়েছে।
শনিবার সন্ধায় নগরীর কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্রের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা সংস্কৃতি বলয়, বিশ্ব কমিটির উপদেষ্টা ও সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুমিল্লার সভাপতি অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলা সংস্কৃতি বলয়, বিশ্ব কমিটির মহাসচিব ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহতাব সুমন।
ধ্বনিচিত্র বিনির্মান পাঠশালার সভাপতি মোঃ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক (সিলেট অঞ্চল) মোঃ মনির হোসেন, জেলা কালচারাল কর্মকর্তা সৈয়দ আয়াজ মাবুদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য গোলাম মোস্তফা, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য শাহ্ মজিবুল হক, প্রতিবিম্ব থিয়েটারের সভাপতি নাট্য ব্যাক্তিত্ব শাহাজাহান চৌধুরী।
ধ্বনিচিত্র বিনির্মান পাঠশালার সাধারন সম্পাদক সুমাইয়া আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে কুমিল্লার বিভিন্ন আবৃত্তি সংগঠনের শিল্পীবৃন্দ আবৃত্তি পরিবেশনা করেন। এছাড়া প্রদীপ প্রজ্জলন ও কেক কাটা হয়।
এফআর/অননিউজ