নওগাঁর পত্নীতলায় পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় অন্তত ওরাও (১৫) নামের আদিবাসী এক স্কুলছাত্র নিহত হয়েছে।
সোমবার রাত ৯টার দিকে উপজেলার খরাইল মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই স্কুলছাত্র উপজেলার শিহাড়া ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের ধিরেন্দ্র ওরাও এর ছেলে। সে এবার শিহাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
আগামী বছর সে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতো।
মঙ্গলবার মৃতদেহের ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।
পত্নীতলা থানা অফিসার ইনচার্য পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওইদিন রাত ৯টার দিকে উপজেলার কাঁটাবাড়ী এলাকায় বার্নির মেলা দেখা শেষে ব্যাটারী চালিত ভ্যানগাড়িযোগে বাড়ি ফিরছিল নিহত অন্তত উরাও। পথিমধ্যে খরাইল মোড়ে ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে সে ভ্যান থেকে নেমে ভ্যানটিকে ধাক্কা দিচ্ছিল।
এসময় পেছন থেকে সাপাহারগামী পাথর বোঝাই দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ওই ভ্যানে থাকা অন্য যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
পত্নীতলা থানার ওসি আরও জানান, নিহত অনন্ত ওরাওকে চাপা দিয়েই ট্রাকটি পালিয়ে যায়। পরে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
ফরহাদ/অননিউজ