নওগাঁর নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে আমন ধান ও রবিশস্যের ব্যাপক ক্ষতি আশঙ্কা
জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ)

উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা নওগাঁর নিয়ামতপুরে রাতভর ভারী বৃষ্টিপাতের কারণে আমন ধান ও রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। রাতভর হালকা ও মাঝারি বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া বয়ে যাওয়া আমন ধান নূয়ে পড়েছে
শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাতের বৃষ্টিতে উপজেলার নিচু আমন ধানের ক্ষেতগুলো পানির নীচে তলিয়ে যায়।
নিয়ামতপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৩০ হাজার ৪০৫ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষাবাদ হয়েছে। টানা বৃষ্টিতে উপজেলায় শতাধিক হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয় নি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে কৃষি অফিস থেকে সহযোগিতার ব্যবস্থা নেওয়া হবে।
কৃষি অফিস বলছে, যেসব জমিতে আমন ধান লাল বর্ণ ধারণ করেছে সেই জমিগুলোতে দ্রুত পানি নিষ্কাশন করতে হবে। যেসব ধানের শীষ বের হওয়ার উপক্রম হয়েছে সেসব জমিতে রসের ঘাটতি পূরণ হবে। নূয়ে পড়া জমিতে বাদামী গাছ ফড়িং এর আক্রমণ দেখা দিলে কীটনাশক প্রয়োগ করতে হবে। এ বছর আমনের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ বৃষ্টিতে রবিশস্যের চাষিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বাসিন্দা এবাদুল মন্ডল বলেন, ১ বিঘা জমিতে ক্ষীরা রোপন করেছি। হঠাৎ বৃষ্টিতে আমার ক্ষেতের সব ক্ষীরা গাছ নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে বৃষ্টির সাথে হালকা ঝড়ো হাওয়া আমন ধান নূয়ে পড়ছে।
আরেক আলু চাষি সাইদুর রহমান বলেন, আমি তিন বিঘা জমিতে আগাম জাতের আলুর বীজ রোপন করেছি। কিন্তু আলুর ক্ষেতে এখন পানি জমে আছে। এ কারণে আলু বীজ নষ্ট হওয়ায় আশঙ্কা করছেন তিনি।
আমন ধান চাষি মজনু মিয়া বলেন, আমি এবার ৩ বিঘা জমিতে আমন ধান চাষাবাদ করেছি। নিচু এক বিঘা আমন ধান পানিতে ডুবে গেছে।
আরেক আমন ধান চাষি কামরুল হাসান বলেন, আমি ১৪ বিষা জমিতে আমন ধান চাষ করেছি। জমির ধান ইতোমধ্যে পেকে গেছে। ধান কাটার জন্য অপেক্ষা করছিলাম। রাতভর বৃষ্টি ও হালকা ঝড়ো হাওয়ার কারণে সব ধান নূয়ে পড়েছে৷
নিয়ামতপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম বলেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। গত রাতে হঠাৎ বৃষ্টির কারণে নিচু জায়গার জমিগুলো পানি জমে গেছে। তবে বিকেলের মধ্যে পানি নিষ্কাশন হবে। নিচু এলাকায় কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও আমনের ফলনে তেমন একটা প্রভাব পড়বে না।