নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৩ নং ভাবিচা ইউনিয়নের সন্তোষ গ্রামের আবু তাহেরের পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তিতে থাকা ইটের সীমানা প্রাচীর জোরপূর্বক ভেঙে ফেলার অভিযোগ উঠেছে একই গ্রামের আসমত সরদারের ছেলে হায়াত আলী সরদার সহ কয়েকজনে বিরুদ্ধে।
এ বিষয়ে ভুক্তভোগী মৃত বাসতুল্লার ছেলে আবু তাহের নিয়ামতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন
অভিযোগে সূত্রে পাওয়া যায় ওই গ্রামের স্থানীয় এক ব্যাক্তি মৃত আসমত আলী সরদারের ছেলে হায়াত আলী সরদার, ছবি বেগম, আনোয়ারা বেগমসহ, কয়েকজন মিলে তার পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তিতে ইটের সীমানা প্রাচীর জোরপূর্বক ভেঙে ফেলেন, যাতে করে ২লক্ষ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি । এই বিষয়ে মৌখিক প্রতিবাদ করলে তারা তাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি প্রদান করেন।
অভিযোগকারী আবু তাহের বলেন, আমার ৪১ নং খতিয়ানের ৮৮নং দাগের ৩৩ শতক ভিটা বৈধ কাগজ আছে এবং ইতি পূর্বে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মামুনুর রশীদ শান্তিপূর্ণ ভাবে সীমানা নির্ধারণ করে দেওয়ার পরেই আমি সেখানে ইটের প্রাচীর নির্মান করি, এই প্রাচীর নির্মানের পর থেকেই তারা বিভিন্ন ভাবে আমাকে ও আমার পরিবারকে হুমকি প্রদান করে আসছিলো, অদ্য- ১৯/১০/২০২৫ রবিবার সকালে আমি বাড়িতে অনুপস্থিত থাকায় আমার নির্মাণাধীন প্রাচীরের পার্শে থাকা একটি তাল কাজ জোরপূর্বক কেটে ফেলার সংবাদ শুনতে পারায় আমি গিয়ে বাঁধা প্রদান করলে আমার ইটের সীমানা প্রাচীর জোরপূর্বক ভেঙে ফেলে এবং আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করে। এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”
আমি এই মহূর্তে প্রশাসনের নিকট ন্যায়বিচার ও নিরাপত্তা দাবি করছি বলে তিনি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্তকারী হায়াত আলীর সহিত যোগাযোগ করা হলে উক্ত অভিযোগের বিষয়টি তিনি অস্বীকৃতি জানায় এবং উক্ত সম্পত্তি পৈতৃক সূত্রে তিনিও মালিক বলে দাবি করেন।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।