নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত আবাসন প্রকল্পের বাসিন্দা, ভূমিহীন ও গৃহহীন অসহায় পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপজেলার পাঁড়ইল ইউনিয়নে বেলগাপুরে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, চিঁড়া, গুড়, তেল, লবণ, বিস্কুটসহ বিভিন্ন শুকনা খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক এর উপস্থিতে এই ত্রাণ কার্যক্রম এর সময় উপস্থিত ছিলেন, পাঁড়ইল ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম,ইউপি প্রশাসনিক কর্মকর্তা একরামুল হক,ওয়ার্ড সদস্য আবু জাফর প্রমূখ।
এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক বলেন, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমরা আছি। কেউ না খেয়ে থাকবে না,এটাই আমাদের অঙ্গীকার। ধাপে ধাপে সকল বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজন উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।