‎নওগাঁ১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

‎জনি আহমেদ,নিয়ামতপুর নওগাঁ :

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৬ নওগাঁ১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।

‎সমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২ টার সময় নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার নিকট দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

‎উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মনোনয়নপত্র উত্তোলন করেন তিনি।

‎মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি আবু বক্কর সিদ্দিকী নান্নু,নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসহাক আলী সরকার,উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতা

সহ বিএনপির অঙ্গ সংগঠনের জেলা উপজেলাে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

‎মনোনয়নপত্র দাখিল শেষে নেতা-কর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে মোস্তাফিজুর রহমান বলেন,শৃঙ্খলা, সৌহার্দ্য ও ভালোবাসা দিয়েই ভোটারদের মন জয় করতে হবে।

আরো দেখুনঃ