নওগাঁ-১ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী মোস্তাফিজুর রহমানের ডিবিসি নিউজে সাক্ষাৎকার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁ-১ আসন (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও নিয়ামতপুর উপজেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সম্প্রতি ডিবিসি নিউজের এক বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুর ২ টার সময়
সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি সবসময় জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। নওগাঁ-১ আসনের উন্নয়ন, কৃষকের অধিকার ও তরুণ প্রজন্মের কর্মসংস্থানই আমার মূল অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকারের অব্যবস্থাপনা ও জনগণের কষ্ট দেখে আমি রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হয়েছি। বিএনপি ক্ষমতায় এলে জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার ফিরিয়ে আনা হবে।”

এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ইসাহাক আলী সরকার বিএনপির সহ-সভাপতি আরিফ কাউসার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবীর বাচ্চু, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতা,উপজেলা বিএনপির কৃষক দলের সাবেক আহ্বায়ক আব্দুল মতিনসহ বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ডিবিসি নিউজে প্রচারিত এ সাক্ষাৎকারটি নওগাঁ জেলাজুড়ে আলোচনার সৃষ্টি করেছে। দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে এ নিয়ে আগ্রহ দেখা গেছে। অনেকে মনে করছেন, তৃণমূল পর্যায়ে মোস্তাফিজুর রহমানের গ্রহণযোগ্যতা বিএনপির জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

আরো দেখুনঃ