কুমিল্লা মহানগরীর ঝাউতলায় ঐতিহ্য ও আধুনিকতার সমাহারে সাজানো হোটেল এলিট প্যালেস এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি গতকাল শনিবার সন্ধ্যায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই আবাসিক হোটেলটির উদ্বোধন করেন।
বাঙ্গালী জাতির স্বপ্নের ঠিকানা পদ্মাসেতুর উদ্বোধনের দিনে হোটেলটির আনন্দঘন উদ্বোধন উপলক্ষে হোটেলের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হোটেল এলিট প্যালেস এর চেয়ারম্যান মোহাম্মদ তাহের। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, মহানগর যুবলীগের আহবায় আব্দুল্লা আল মাহমুদ সহিদ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াসসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হোটেল এলিট প্যালেস এর চেয়ারম্যান মোহাম্মদ তাহের জানান, শিক্ষা ,সংস্কৃতি ও পর্যটনের নগরী কুমিল্লার মানুষ রুচিতেও উন্নত। তাই রুচিশীল উন্নত সেবার প্রত্যয়ে হোটেল এলিট প্যালেসের যাত্রা শুরু করেছে। এতে ফাস্টফুড, বাংলা--থাই - চাইনিজ সহ ব্যাতিক্রমী কিছু রুচিশীল খাবারের সমারোহ রয়েছে। আবাসিক -অনাবাসিক হোটেলটিতে ফ্রি ওয়াইফাই সুবিধাসহ আধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে বলেও তিনি জানান।