কুমিল্লা নগর উদ্যানে অনলাইন নারী উদ্যোক্তাদের হেমন্ত মেলা শুরু হয়েছে। তিনদিন ব্যাপী হেমন্ত মেলার উদ্বোধন করেন নারী নেত্রী রোটা. দিলনাশিঁ মোহসেন।
রবিবার পর্যন্ত এ মেলা চলবে।
ফেসবুক গ্রুপ কেনা বেচা ডট কম এর এডমিন, নারী উদ্যোক্তা হালিমা খাতুন বলেন, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে।
হেমন্ত মেলায় শীতের পিঠা, ঘরের শৌখিন আসবাব, সকল বয়সীদের জামা কাপড়, বিভিন্ন কেক আইটেম, মুখরুচক খাবার রয়েছে। হেমন্ত মেলায় ২০ জন নারী উদ্যোক্তা অংশ গ্রহণ করেছেন।