শাহরুখ অভিনীত ‘পাঠান’ ইতোমধ্যেই রেকর্ড গড়েছে বক্সঅফিসে। মুক্তির পর রীতিমতো ঝড় তুলেছিল সিনেমাটি। তবে এবার বাদশাহকে টেক্কা দিয়ে নরওয়েতে নজির গড়ল রানী মুখার্জি।
তার অভিনীত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমাটি মুক্তি পেয়েছে গেল ১৭ মার্চ। এটি নির্মাণ করেছেন অসীমা ছিব্বর। মাত্র এক সপ্তাহে বক্স অফিসের সংগ্রহ বলিউডের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে এই সিনেমা।
ইতোমধ্যে ৭৪৫ হাজার নরওয়েজিয়ান মুদ্রা (ক্রোন) এসেছে সিনেমার সংগ্রহে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮৯ লাখ টাকা। সেই সঙ্গে মাত্র তিন দিনে অর্জন করে ৪.৮ হাজার অকুপেন্সি।
এর আগে মাত্র পাঁচ দিনে ৪.৪ হাজার অকুপেন্সি অর্জন করেছিল সালমান খান অভিনীত ‘সুলতান’। এমনকি সাম্প্রতিককালের সবচেয়ে জনপ্রিয় সিনেমা ‘পাঠানকে’ও ছাড়িয়ে গেছে রানী অভিনীত এই সিনেমা। পাঁচ দিনে ‘পাঠান’ দেশের বাইরে আয় করেছিল অকুপেন্সি ছিল ৪.১ হাজার।
তবে সন্তানের অধিকার চেয়ে এক প্রবাসী মায়ের লড়াইয়ের গল্পই তুলে ধরা হয়েছে সিনেমায়। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রানী। পুরো সিনেমায় মায়ের আবেগ যেন ছুঁয়ে গেছে সিনেমাপ্রেমীদের।
ফরহাদ/অননিউজ