নড়াইলের বিদায়ী জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের সাথে জেলার উন্নয়ন সম্ভাবনা নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯মার্চ) বেলা সাড়ে ১১ টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।
নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসানের সভাপতিতে বিগত দিনের বিভিন্ন কর্মকান্ড ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে বক্তব্য তুলে ধরেন বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারন সম্পাদক শামীমুল ইসলাম টুলু, সিনিয়র সংবাদিক কাজী হাফিজুর রহমান, কার্ত্তিক দাস, মলয় কুমার নন্দী, মিরাজ খান সহ অন্যান্য সাংবাদিকরা বক্তব্য রাখেন।
এসময় নড়াইল প্রেসক্লাবের সদস্যগনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন এ সময় উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানকে নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।