নড়াইলের কালিয়া উপজেলার পেড়লীতে ৩২দলীয় আরাফাত রহমান কেকো স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার পেড়লী ইউনিয়নের জামরিলডাঙ্গা লস্কারবাড়ী ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন ও পেড়লী গ্রামের সোহেলের দল রানার্সআপ হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে একটি ফ্রিজ ও রানার্সআপ দলকে একটি স্মার্ট টেলিভিশন পুরষ্কার দেয়া হয়। এর আগে শুক্রবার বিকেলে পিড়োলী দরিন্দ্রচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম। পেড়লী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ আলতাফ উদ্দিন আনসারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক স,ম ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম, রাজশাহী বিশ^বিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি মো: মতিয়ার রহমান। এ সময় জেলা যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক মোঃশহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল সাইদ বাবু,বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফেরদাউস হোসেন, স.ম রেজাই রাব্বি কামাল,কালিয়া উপজেলা যুবদলের আহবায়ক এসএ কামাল, সদস্য সচিব মো: আমষ্ট্রং সরদার, মো: জুলহাস উদ্দিনসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট উদ্বোধনের আগে বিএনপির সেক্রেটারি মনিরুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাংচুর করে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করা যুবদল নেতা শহিদুল ইসলামসহ ক্ষতিগ্রস্ত দলীয় নেতা-কর্মীদের বাড়ি পরিদর্শন করেন।এ সময় তিনি এ অগ্নিসংযোগ,লুটপাট ও ভাংচুরের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।