নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁনপুর গ্রামে দুইপক্ষের সংঘর্ষকালে গলায় সড়কিবিদ্ধ হয়ে সুলতান মোল্যা (৭০) নামে এক কৃষক নিহত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাত ১২টর দিকে আহত অবস্থায় নড়াইল সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীসুত্রে জানাগেছে, কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চানপুর গ্রামের বর্তমান ইউপি সদস্য জামাল মোল্যা গ্রæপের সাথে সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলামের গ্রæপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। মাঝ মধ্যে বিবদমান দুটি গ্রæপের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেই আসছে।
সোমবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে পূর্ব বিরোধের জের ধরে উভয়পক্ষ ঢাল, সড়কি, রামদা, লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রশস্ত্রাদি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষকালে শরিফুল পক্ষের সমর্থক কৃষক সুলতান মোল্যার গলায় সড়কির কোপ লাগে। সড়কি গলায় বিদ্ধ হওয়ার পর তার পক্ষের লোকজন টেনে বের করে। পরে গলা চেপে ধরে তাকে নিয়ে নড়াইল সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন।
নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আনিসুজ্জামান সোহাগ বলেন, ‘ রাত ১২টার দিকে সুলতান মোল্যাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে আসার বেশ কিছুক্ষণ আগেই তার মৃত্যু হয়েছে।’
এদিকে, হত্যাকান্ডের পর জামাল পক্ষের বাড়ি লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা জানান, তাদের বাড়ি থেকে গরু, স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে।
কালিয়া থানার ওসি রাশিদুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে রয়েছে।’
একে/অননিউজ24