নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর বাহিরডাঙ্গা-তেলিডাঙ্গা খেয়াঘাটে নৌকাডুবিতে নিখোঁজ দুজনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ নিয়ে মোট চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও আরো দুজন নিখোঁজ রয়েছেন।
কালিয়া থানার ওসি শেখ তাসমিম আলম জানান, রবিবার দুপুরে নৌকা ডুবিতে নিখোঁজ হওয়া হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের গ্রাম পুলিশ সদস্য লাবুর মৃতদেহ এবং জোকারচর গ্রামের খানজে শেখের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখনো নিখোঁজ রয়েছেন বাহিরডাঙ্গা গ্রামের রয়েল মন্ডল ও কালিয়া গ্রামের মাহমুদ শেখ।
গত ৩০ডিসেম্বর রাত ৮ টার দিকে কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর বাহিরডাঙ্গা-তেলিডাঙ্গা খেয়াঘাটে ইঞ্জিন চালিত নৌকা ডুবে নাজমা বেগম ও ৪ বছরের ছেলে নাছিম মারা যান। এসময় অন্তত ৯ জন সাতার কেটে ডাঙ্গায় উঠতে সক্ষম হয়।